ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় মনোহরদীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:১৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
প্রতিনিধি,নরসিংদীঃ ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নরসিংদীর মনোহরদীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্র-জনতা।
রবিবার (২৭ অক্টোবর) দুপুরে মনোহরদী সরকারী কলেজ মাঠ থেকে আনন্দ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
পথ সভায় বক্তারা বলেন, ছাত্রলীগ বিগত দিনে যে অপকর্ম ও সন্ত্রাসী কার্যক্রম করেছে,তা বিবেচনা করে ছাত্রলীগকে নিষিদ্ধ করা বর্তমান সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। আমরা এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।
আনন্দ মিছিলে শিক্ষার্থীরা ছাত্রলীগের চামড়া,তুলে নেব আমরা,পালাইছে রে, পালাইছে,ছাত্রলীগ পালাইছে,আমার সোনার বাংলায়,সন্ত্রাসীদের ঠাঁই নাই’সহ নানা স্লোগান দেন।
এ সময় উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের প্রতিনিধি তাজরিন ভূঞা পৌষন- নরসিংদী সরকারি কলেজ, মো:ওমর ফারুক -সরকারি বাংলা কলেজ, ঢাকা, নাহিদ
মাহমুদ -নরসিংদী সরকারি কলেজ, জাহিদুল ইসলাম আয়াত -শহীদ সোহরাওয়ার্দী করলেজ,ঢাকা, মোহাম্মদ জব্বার -মনোহরদী সরকারি কলেজ, তাছাড়া উসমান গণি,শাহিন,মিঠুন আশিক-
নরসিংদী সরকারি কলেজ, রোমান- শিবপুর শহীদ আসাদ কলেজ প্রমুখ।