জাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি গঠন
- আপডেট সময় : ০৬:০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা সংস্কার আন্দোলনকে বেগবান করতে সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে এ কমিটি ঘোষণা করা হয়। এতে সমন্বয়ক হিসেবে আছেন ২০১৭-১৮ সেশনের (৪৭ তম আবর্তন) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেল ও রুদ্র মুহাম্মদ সফিউল্লাহ, পরিবেশ বিজ্ঞান বিভাগের মাহফুজুল ইসলাম মেঘ, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের আব্দুর রশিদ জিতু, সরকার ও রাজনীতি বিভাগের রুকাইয়া জান্নাত। এবং ২০১৮-১৯ সেশনের (৪৮ তম আবর্তন) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ইমন, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাসিব জামান, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইয়েদা মেহের আফরোজ, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম, মিশু খাতুন ও ফাহমিদা ফাইজা, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী হাসানুর রহমান সুমন এবং ভূতত্ত্ব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফিদ হাসান রাজন।
সমন্বয়ক হিসেবে আরও আছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহসান লাবিব, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদ সিয়াম, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী মেহরাব সিফাত, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ঐন্দ্রিলা মজুমদার অর্না, পরিবেশ বিজ্ঞান বিভাগের তামিম মুস্তারি, গনিত বিভাগের শিক্ষার্থী নাসিম আল তারিক ও আব্দুল হাই স্বপন, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নকিব আল মাহমুদ অর্ণব, একাউন্টটিং বিভাগের শিক্ষার্থী সাগর, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের কনজ কান্তি রায় (৪৬)।
এছাড়াও সহ সমন্বয়ক হিসেবে আছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী বাপ্পি, ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী তানজিম আহমেদ, আইবিএ এর ফারহানা ফারিনা, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মালিহা নামলাহ, পরিবেশ বিজ্ঞানের আফ্রিদি, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান।
সহ সমন্বয়ক হিসেবে আরও আছেন বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী কে.এম সাইদুল ইসলাম, আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী শাহ সালসাবিল ও জায়বা জাফরিন, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষা, পরিবেশ বিজ্ঞান বিভাগের হাসান মৃধা, ইতিহাস বিভাগের সাহেদ হোসেন ও আসিফ আল ইমরান।