নরসিংদীতে মডেল থানা পুলিশের ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০১:৩৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
মঙ্গলবার (০৯ জুলাই) নরসিংদী মডেল থানা পুলিশের উদ্যোগে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের লক্ষে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার,মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার, স্বাগত বক্তব্য রেখে ফ্লোর উন্মুক্ত করে দিয়ে জনসাধারণের বক্তব্য শুনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং সমস্যাগুলোর নোট নেন।
পুলিশ সুপার তাঁর স্বাগত বক্তব্যে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজসহ ইভটিজিংকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। মানুষ বিপদে পড়ে থানায় আসলে বিপদগ্রস্থ মানুষকে আইনগত সহায়তা প্রদানের ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জসহ পুলিশ সদস্যদের অধিক দায়িত্বশীল হয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন। সর্বোপরি নিরাপদ বাসযোগ্য নরসিংদী গড়ার লক্ষে সকলের সহযোগীতা কামনা করেন।
ওপেন হাউস ডে ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,পীরজাদা কাজী মোহাম্মদ আলী,নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান,আনোয়ার হোসেন,নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি,এ্যাড. কাজী নাজমুল ইসলাম, সভাপতি,জেলা বিএনপির মুক্তিযোদ্ধা কমাণ্ডার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান,নরসিংদী প্রেসক্লাবের সভাপতি,নুরুল ইসলাম,নরসিংদী জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি,মশিউর রহমান মৃধা,জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক,সুব্রত কুমার দাস,নরসিংদী জেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রঞ্জন সাহা প্রমুখ।
এছাড়া সভায় নরসিংদী মডেল থানা এলাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ,বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ওলামায়ে কেরামগণ ও স্থানীয় গণ্যমান্য বক্তিবর্গসহ সর্বস্তরের জনগণসহ নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দসহ নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন