নরসিংদীর ফসলের মাঠ থেকে সিএনজি চালকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৪:৩৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
প্রতিনিধি,নরসিংদীঃ নরসিংদীর রায়পুরায় কামরুজ্জামান (২২) নামে এক সিএনজি চালকের মরদেহ পড়েছিল ফসলের মাঠে। শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর এলাকা
থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত কামরুজ্জামান উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর এলাকার মহর আলীর ছেলে। তিনি পেশায় একজন সিএনজি
চালক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, রায়পুরা উপজেলার লোচনপুরা-বোয়ালমারা পিঁয়াজ ক্ষেতে বৈদ্যুতিক খুঁটির পাশে ক্যাবল কাঁটার মেশিন, হাত প্লাসসহ মরদেহ দেখতে পান স্থানীয় কয়েকজন কৃষক। খবরটি দ্রুত এলাকায়
ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকার মানুষজন ভিড় জমান মরদেহ দেখতে। খবর পেয়ে নিহতের স্বজনরা পরিচয় সনাক্ত করে পুলিশ জামেলা এড়াতে দ্রুত মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান। পরে বেলা সাড়ে ১২ টায় থানা
পুলিশ খবর পেয়ে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে কোনো এক সময় মাঠে থাকা বৈদ্যুতিক মটর কিংবা তার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে তার মৃত্যু
হয়। পুলিশের ধারণা,এ রাতে কোনো একসময় রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। মৃত্যু রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ। রায়পুরা থানার উপপরিদর্শক মো: শফিউল্লাহ বলেন, সুরতহালে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার কোনো লক্ষণ
পাওয়া যায়নি। খবর পেয়ে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।