ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনে দর্শনার্থীদের সুবিদায় নদী খনন
- আপডেট সময় : ০৬:৪৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ২২ বার পড়া হয়েছে
প্রতিনিধি মোঃমানিক মিয়া;সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলার কাস্মীর খ্যাত শান্ত শিষ্ট ধলাই নদীতে অবস্থিত, ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন,সাদা স্বচ্ছ জ্বলে আবেগে উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুদের মনমরা মনকে
সতেজতায় জাগিয়ে তুলতে সময় লাগে মুহূর্তের।
বলাই বাহুল্য যে এখানে ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা এবং নিরিবিলি প্রাকৃতিক অভয়ারণ্য পাহাড়ের পাদদেশের অপরূপ সৌন্দর্য্যের মোহনীয় জাদুময় সৌন্দর্য।
দেশবিদেশ থেকে আসা ‘প্রতিদিন হাজারো পর্যটকের মিলন মেলায় পরিণত সপরিবারে আসা সময়ের সেরা মাহেন্দ্রক্ষণে ভাগ করে নেওয়া মুহূর্তের বেদনা দূর করে আনন্দের ভাগাভাগিতে হয় সুখের বিনিময়,দুঃখের দহন টেলে হয়
স্মৃতির প্রতিচ্ছবির আলোড়ন।
এ যেন “খোদা প্রদত্ত” নেয়ামত সাদাময় আলোয় আলোকিত পাথরের ভালবাসার অনন্ত মায়াবী মিলন।ভ্রমণের জন্য আসা নৌকা গুলো নদী ভরাট হওয়ায় সাদাপাথর পর্যটনে যাওয়া আসায় পোহাতে হচ্ছে নানা বিড়ম্বনা, সেই কষ্ট
লাগবে ভ্রমণে আসা পর্যটকদের সেবায় এগিয়ে এলেন,কোম্পানিগঞ্জের জনবান্ধব, ইউএনও আবিদা সুলতানা।
নদী খননে তিনি একটি এক্সেভেটর দিয়ে বালি সরিয়ে দিচ্ছেন,এনিয়ে দারুণ প্রশংসনীয় হচ্ছেন তিনি,, ঢাকা থেকে আসা পর্যটক শামীম তন্ময়, বলেন সকালে সাদাপাথরের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার সময় আমাদের বহনকারী নৌকা
আটকে যায় সময় লেগেছে এখন দেখেছি নদীতে পানি নৌকা ভালোই চলছে, ধন্যবাদ এই কাজটি যিনি করেছেন।
ড্রেজারের চালক রুবেল,জানান, উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তার উদ্যোগে আমরা ৩দিন ধরে কাজ করছি। পর্যটন শিল্পের অন্যতম সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন স্পটের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এবিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলার ইউএনও আবিদা সুলতানার কাছে জানতে চাইলে “দৈনিক বর্তমান দেশবাংলা” কে তিনি বলেন- সাদাপাথর পর্যটনে নৌকা যোগে যাতায়াতে দর্শনার্থীদের ব্যাপক অসুবিধা হয়ে দাড়িঁয়েছে এই নদীর
বালু, তাই উপজেলার পক্ষ থেকে
পর্যটকদের সুবিধার জন্য নদীর বালি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম চলমান।