রুহুল আমিন কাঞ্চন কিশোরগন্জ তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন এর নগর কুল গ্রামের শ্রীমত শোভানন্দ ব্রহ্মচারীজির জন্মজয়ন্তী উপলক্ষে ২৪ তম হরিনাম মহা যঙ্ঘ অদ্য ২১ নভেম্বর ২৪ ইং ০৫ অগ্রহায়ণ ১৪৩১ বাংলা রোজ
বৃহস্পতিবার থেকে শুরু হয়, জানা গেছে প্রতি বছরের ন্যায় এই ধর্মীয় উৎসব ২৪বৎসর যাবৎ পালন করে আসছে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়েরা ঝাক ঝমক পুর্ন ভাবে পালন করতে এলাকার মুসলমান দের সহযোগিতা সব সময়
দিয়ে তাকে এবার ও তার ব্যাতিক্রম হয়নি বলে জানান আয়োজক কমিটির সভাপতি শ্রী নরেশ চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক শ্রী কিওিবাস চন্দ্র সরকার,ও তপন চন্দ্র সরকার তারা তিনজন এক বাক্যে স্বীকার করেন প্রতিবেশি গ্রাম
বেলংকা, হাছলা,ইছাপশর, এই গ্রামের মুসলিম যুব সমাজ আমাদের সহযোগিতা করে বলেই আমরা আমাদের ধর্মীয় উৎসব গুলো পরিবার পরিজন নিয়ে আনন্দের সাথে পালন করতে পারি, উক্ত হরিনাম যঙ্ঘ অনুষ্ঠানে বাংলাদেশের
বিভিন্ন জেলা থেকে পাছটি দল অংশ নিচ্ছে শ্রীমত ভগবত পাঠ ও শুভ অধিবাস এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয় নামযঙ্ঘ, গুরুপুজা, মহাপ্রসাদ বিতরন চলবে দ্বিতীয় দিন মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে অষ্ট প্রহর হরিনাম
মহাযঙ্ঘের সমাপ্তি হবে বলে জানান শোভানন্দ ব্রহ্মচারিজীর ভক্ত বৃন্দ আপ্যায়ন সহ সার্বিক ব্যবস্থায় কর্মব্যস্ত ছিলেন তপন চন্দ্র সরকার তিনি এই পুজা মন্ডপের স।হান দাতা এবং শোভা ব্রহ্ম চারিজীর ভাতিজা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪