সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পূনর্বহালের দাবিতে আবসিক হল গুলোতে গণসংযোগ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীরা।
শনিবার (৬ জুলাই) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী থেকে একটি বিক্ষোভ শুরু হয় এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে গণসংযোগ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে আজকের কর্মসূচী সমাপ্তি ঘোষনা করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে- ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করতে হবে। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জাহিদুল হাসান ইমন বলেন, আজকে আমরা প্রায় আবাসিক হলেব গণসংযোগ করেছি। আগামীকাল আমরা তিনটা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হবে। দাবি আদায় না হলে পর্যন্ত আমাদের আমরা আরও কঠোর কর্মসূচির দিকে যাব। প্রয়োজনে পুরো দেশ অচল করে দেয়া হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য-সচিব মাহফুজ ইসলাম মেঘ বলেন, ‘আমাদের আন্দোলন সাধারণ মানুষের, গণ মানুষের আন্দোলন। এখানে কোনো নির্দিষ্ট দলের শিক্ষার্থীরা আসেনি। যারা এসেছে সবাই সাধারণ শিক্ষার্থী। এছাড়াও যারা আজকের প্রোগ্রামে আসতে পারেনি তাদেরকে এই যৌক্তিক আন্দোলনে আহ্বান করছি, আপনারা হলের রিডিং রুমে বসে না থেকে আন্দোলনে যুক্ত হোন। আগামীকাল পুনরায় আমরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করবো। দরকারে সমগ্র দেশ অচল করে দিব। আপনারা ক্ষান্ত হবেন না।
মানববন্ধন শেষে পরবর্তী কর্মসূচি হিসেবে তিনি বলেন, ‘রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরী গেট) সংলগ্ন ঢাকা -আরিচা মহাসড়ক বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত অবরোধ করা হবে।’
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪