আসন্ন শারদীয় দুর্গোৎসবে আইন শৃঙ্খলা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১১৪ টি পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য গতকাল (৬/১০) রবিবার বিকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে যৌথবাহিনীর সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী নবীনগরের দায়িত্বপ্রাপ্ত অফিসার বিগ্রিডিয়ার জেনারেল মাসুদুল ইসলাম। বক্তব্য রাখেন, মেজর মাহমুদ হাসান, ক্যাপ্টেন আসিফ চৌধুরী, এসিল্যান্ড আবু মুসা, ওসি হুমায়ুন কবির , উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক এড. বিনয় চক্রবর্তী, সদস্য সচিব সাংবাদিক সঞ্জয় সাহা, সদস্য মানিক বিশ্বাস, শ্যামাপ্রসাদ চক্রবর্তী, পরিমল বর্মন, বিএনপি নেতা আশরাফ হোসেন রাজু, তাজুল ইসলাম মনা, জামাতের পৌর আমির মোখলেছুর রহমান, সাইফুর রহমান বাশার, আমিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সরকার ও আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ তৌহিদ মিয়া, ফায়ার স্টেশন অফিসার দেবব্রত সরকার, ছাত্র সমন্বয়ক অথৈই, সাইদুল ইসলাম সাজ্জাদ, বায়েজিদ মিয়া প্রমুখ । সভায় আসন্ন দূর্গো পূজায় যথাযথ আইনশৃঙ্খলা, সকলের সতর্কতা ও সহযোগিতার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সনাতনীদের এই উৎসবটি পালনের উপর গুরুত্বারোপ করা হয।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪