প্রতিনিধি মাশরুফা শারমিনঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিদ্রোহী হলের হল প্রভোস্ট ড.মো. সাইফুল ইসলাম এর বিরুদ্ধে হলের কিছু সংখ্যক শিক্ষার্থীকে ইফতার এর টোকেন না দেয়া এবং খারাপ আচরণের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে গত বুধবার (১২ মার্চ) আন্দোলন করে শিক্ষার্থীদের একাংশ।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, "চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের পর অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা ও চাকরির প্রস্তুতি নিতে কিছুদিন হলে থাকতে চান। কিন্তু প্রশাসন অন্যায়ভাবে তাঁদের সিট বাতিল করছে। প্রভোস্টের কাছে গেলে তিনি দায়িত্ব পালনে অযোগ্যতার পরিচয় দিয়েছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন।”
পরবর্তীতে উক্ত ঘটনাকে কেন্দ্র করে বিদ্রোহী হলের কিছু সংখ্যক শিক্ষার্থী হলের ইফতারকে বয়কট করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে গণ ইফতার এর আয়োজন করে। বুধবার (১২ মার্চ) কেন্দ্রীয় মাঠে ইফতার শেষে ৪ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।দাবিগুলো হলো,১. শিক্ষার্থীদের প্রতি অসৌজন্যমূলক আচরণ ও অপমানজনক শব্দ চয়নের মাধ্যমে প্রভোস্ট স্যার দায়িত্ব পালনে অযোগ্যতার পরিচয় দিয়েছেন। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উনার স্থলাভিষিক্ত কোন উপযুক্ত ও যোগ্য ব্যাক্তিকে এই দায়িত্ব অর্পণ করবেন এবং এরূপ আচরণের জন্য প্রভোস্ট স্যারকে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিতে হবে।২. স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের নির্বিঘ্নে উচ্চশিক্ষা ও কর্মজীবন বিষয়ক প্রস্তুতির জন্য রেজাল্ট পরবর্তী ৩ মাস সময় দিতে হবে।(১ম বর্ষের শিক্ষার্থীদের কথা ভেবে ১ মাস কার্যকর হয়েছে এটা আমরা বিবেচনা করছি ছোট ভাই বোনদের জন্য)। ৩. বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যেকোন আয়োজনে (বিজয় দিবস ,স্বাধীনতা দিবস, ইফতার) আবাসিক এবং অনাবাসিক সকল শিক্ষার্থীদের মানসম্মত খাবার সরবারহ নিশ্চিত করতে হবে। শুধু হলের আবাসিক শিক্ষার্থীদের জন্যে আয়োজন বৈষম্যমূলক আচরণ। ৪. সকল হলের ভাড়া সর্বোচ্চ ৫০ টাকার মধ্যে সীমিত রাখতে হবে এবং হলের যাবতীয় সুযোগ সুবিধা (বিনামূল্যে ওয়াইফাই, ও ভাত-ডাল, উন্নতমানের খাবার এবং নিরাপত্তা) নিশ্চিত করতে হবে।
আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে স্লোগান দিতে থাকলে সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত হন এবং রবিবারের মধ্যে সকল দাবি মেনে নেয়ার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪