পবিত্র ঈদুল আজহার ছুটির পর ৩ জুলাই প্রাথমিক বিদ্যালয়গুলো খুলেছে। দীর্ঘদিন পর শিশুরা বিদ্যালয় প্রাঙ্গণে ফিরলেও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পিঁপড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র ভিন্ন। শিক্ষকেরা যথাসময়ে বিদ্যালয়ে এলেও শিক্ষার্থী উপস্থিতি নেই বললেই চলে। নদীভাঙনের আশঙ্কায় অভিভাবকেরা তাঁদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না।
ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাদিয়াকে গত বুধবার বিদ্যালয়ে পাঠাননি তার মা রুনু বেগম। সাদিয়া বিদ্যালয়ের আশপাশে ঘুরছিল। সাদিয়া বলে, ‘এত দিন পর বিদ্যালয় খুলল। কিন্তু যেতে পারলাম না। এ জন্য মন খারাপ।’
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪