ময়মনসিংহের ফুলপুরে একদিনের বাড়ি বৃষ্টিতে পৌর শহরের বেশিরভাগ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। মঙ্গলবার এর টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গরুর হাট ও খাদ্য গুদাম সহ রাস্তায় জমেছে হাঁটু পানি। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্বেও ফুলপুর পৌর শহরে পরিকল্পিত ও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন মানুষজন। পৌরসভার আমুয়াকান্দা লেদু সরকারবাড়ি রোড, বাগানবাড়ি রোড , বিলপাড় রোড,শিববাড়ি রোড, নূর আলী রোড, ঋষিপাড়া রোড সহ অনেক রোডেই অথৈ পানি। এতে চরম বিপাকে পড়েছেন এইসব রোডের বাসিন্দারা। ভুক্তভোগীদের দাবি অচিরেই যেন পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে তাদের এই ভোগান্তির একটি স্থায়ী সমাধান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪