মোশারফ কবীর; নান্দাইল ( ময়মনসিংহ ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল কাকচর এলাকায় শনিবার ( ১৯ এপ্রিল ) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) নান্দাইল পৌর শাখার আয়োজনে জুলাই বিপ্লব ২০২৪ - এর জন-আকাঙ্খার আলোকে জুলাই গনহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং গণপরিষদ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা আশেক আলী মন্ডলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) -এর যুগ্ম মুখ্য সমন্বয়ক জনাব আশিকিন আলম রাজন , উপজেলা এনসিপি নেতা খন্দকার সুফি আবদুল্লাহ, সুলাইমান হাকিম বুলবুল , আহত জুলাই যোদ্ধা শেখ সাদি, সাংবাদিক আহসান কাদের মাহমুদ সহ প্রমুখ। বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র কাঠামোর নানাবিধ মৌলিক সংস্কার করে দেশে গণতান্ত্রিক ব্যবস্থার আলোকে জাতীয় পরিষদ নির্বাচন প্রদানের আহ্বান জানান। এ সময় তারা জুলাই গনহত্যার দ্রুত ও কার্যকর বিচারের দাবি করেন।
এ সময় ছাত্র, সাংবাদিক, কৃষক, ব্যবসায়ি, গৃহিণী ও অন্যান্য শ্রেণি-পেশার মানুষের জন্য জন-মতামত প্রদানের উন্মুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া হয়।
সকলের উন্মুক্ত মতামত পর্যালোচনা ও এনসিপি'র জনমুখী কার্যক্রম বিষয়ক আলোচনা শেষে প্রধান বক্তার বক্তব্যে আশিকিন আলম রাজন বলেন - রাষ্ট্র সংস্কারের জন্য আগে নিজ ব্যক্তিত্বের সংস্কার প্রয়োজন। প্রতিটি মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে ব্যক্তিস্বার্থ পরিহার করে ও দেশের বৃহৎ স্বার্থ মাথায় রেখে স্ব-উদ্যোগে নিজেদের ইতিবাচক সংস্কার ও পরিবর্তন করতে পারলে অদম্য অগ্রযাত্রায় এগিয়ে যাবে বাংলাদেশ।
উক্ত মতবিনিময় সভায় এনসিপি নান্দাইল উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪