সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন বাজারে এলজিইডি’র প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগষ্ট) বেলা ১১টায় ভোলাগঞ্জ-ছনবাড়ী রাস্তার অসম্পূর্ণ অংশের প্রয়োজনীয়তা
বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আর.সি.আই.পি-২ এর অধীনে জুলাইর শেষ সপ্তাহে ভোলাগঞ্জ-ছনবাড়ী রাস্তার ৫ হাজার ৪’শ ৫০ মিটারের মধ্যে ২ হাজার ১৭০ মিটারের আরসিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে বাবুলনগর থেকে ছনবাড়ী রাখালতলা মন্দির পর্যন্ত ৩
হাজার ২’শ ৮০ মিটার রাস্তার আরসিসি ঢালাই এর জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। এই রাস্তা সরেজমিনে পরিদর্শন শেষে আলোচনা সভায় উপস্থিত হোন এলজিইডি’র এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার মো. রকিব উদ্দিন। সভায় আরো উপস্থিত ছিলেন
কোম্পানীগঞ্জ উপজেলার এলজিইডি’র সার্ভেয়ার আব্দুল আজিজ চৌধুরী।
ইন্জিনিয়ারিং মো. রকিব উদ্দিন এসময় জানান, ভোলাগঞ্জ-ছনবাড়ী রাস্তার অসম্পূর্ণ অংশের জন্য উপজেলা এলজিইডি থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। এই রাস্তা সরেজমিনে পরিদর্শন করে রিপোর্ট দেওয়া হবে। এই রাস্তা কোম্পানীগঞ্জ ও ছাতক
উপজেলাকে সংযুক্ত করেছে। তাই রাস্তাটি জনগুরুত্বপূর্ণ। আশাকরা যায় সল্প সময়ের মধ্যে সবকিছু অনুমোদন পেয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪