বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কমিটি পুন: গঠন করা হয়েছে।
২০২০ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠিত হলেও বর্তমানে ভয়েজবিডি২৪ ডটকমের সম্পাদক ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল সভাপতির দায়িত্ব নেয়ার পর থেকেই সারাদেশে সংগঠনটি ব্যাপক সারা পাচ্ছে। আর সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন দৈনিক আমাদের সময় ও বাংলানিউজ২৪ ডটকম এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. রোমান আকন্দ। সংগঠনটি সারা বাংলাদেশের তৃণমূলের পেশাদার সাংবাদিকদের একটি সেতুবন্ধন ও তাদের অধিকার আদায়ে আরও বেশি কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ ব্যাপারে সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সকল সদস্যদের সহযোগিতা পেলে সকলকে নিয়ে সোনার বাংলা বিনির্মানে সচেষ্ট থাকব। এ ছাড়াও তিনি সাংবাদিকদের সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে নিজেদেরকে পেশাদার সাংবাদিক হিসাবে গড়ে তোলার আহ্বান জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রদানে সকল শ্রেণী পেশার মানুষের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪