চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভৈরবের শিক্ষার্থীদের সংগঠন ভৈরব স্টুডেন্ট’স এসোসিয়েশনের কমিটি গঠন
- আপডেট সময় : ০৭:১৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভৈরবের শিক্ষার্থীদের সংগঠন ভৈরব স্টুডেন্ট’স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৫ জুলাই সোমবার চট্টগ্রামস্থ রোদেলা সকালে রেস্টুরেন্টে এক সাধারণ সভার
মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪-২৫ কার্যকরী কমিটির সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক কাজি রোমান’কে নির্বাচন করা হয়। এছাড়াও অন্যান্য পদে সিনিয়র
সহ-সভাপতি সজিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাজিব মিয়া, অর্থ সম্পাদক ফজলে রাব্বি, ছাত্রী বিষয়ক সম্পাদিকা তাবাস্সুম কায়সার জেরিন’ কে নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, ভৈরব সমিতি চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক এবং ভৈরব স্টুডেন্ট’স এসোসিয়েশনের অভিভাবক উপদেষ্টা চট্টগ্রাম বন্দর থানার ইন্সপেক্টর আহমেদ সোহেল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব সমিতি চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক মনোজ কুমার দে, সহ-সাংগঠনিক সম্পাদক ও ভৈরব স্টুডেন্ট এসোসিয়েশন এর সদস্য ফজলুল হক, ভৈরব সমিতি
চট্টগ্রামের সাহিত্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ কাস্টমস এর কাস্টমস অফিসার তারিকুজ্জামান পলিন, জাতীয় নিরাপত্তা সংস্থা ডেপুটি ডিরেক্টর রফিকুল ইসলাম, ভৈরব সমিতি চট্টগ্রাম এর সহ-সভাপতি নবী
হোসেন, ইন্সপেক্টর অফ ট্যাক্সেস জাকারিয়া হোসেন, ইন্সপেক্টর অফ ট্যাক্সেস মো. গোলাম রাব্বানী, ভৈরব স্টুডেন্ট’স এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্র উপদেষ্টা ইনজামুল
হক তনয়, ভৈরব স্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সংগঠনের ২০২৩-২৪ কার্যকরী কমিটি সাধারণ সম্পাদক মশিউর রহমান।
সভায় উপস্থিত অতিথিবৃন্দ সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং পূর্বের ন্যায় তাদের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় ভৈরব স্টুডেন্ট’স এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সম্মানিত শিক্ষক ও ছাত্র উপদেষ্টামণ্ডলী এবং ২০২৩-২৪ কার্যকরী কমিটির সুপারিশক্রমে ২০২৪-২৫ কার্যকরী কমিটির (আংশিক কমিটি) ঘোষণা
করা হয়।