ঐ আকাশে মেঘ জমেছে
মেঘের গায়ে রোদ,
একটু যদি রাগ করে সে
কান্না করে খুব।
রাতের বেলায় চাঁদের বুড়ি
বসে টানে নাটাই,
যদি না হয় অভিমানী
জোৎস্না দিয়ে সাজায়।
জোৎস্না তুমি অভিমানী
বড্ড করো রাগ,
একটু খানি হাসলে জানি
আঁধারের মাঝেও সাজ।
আঁধার কালো মেঠো পথে
বড্ড লাগে ভয়,
চাঁদের বুড়ি দেখি ঘড়ি
রাত পোহালেই জয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪