প্রতিনিধি,নরসিংদীঃ ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নরসিংদীর মনোহরদীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্র-জনতা।
রবিবার (২৭ অক্টোবর) দুপুরে মনোহরদী সরকারী কলেজ মাঠ থেকে আনন্দ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
পথ সভায় বক্তারা বলেন, ছাত্রলীগ বিগত দিনে যে অপকর্ম ও সন্ত্রাসী কার্যক্রম করেছে,তা বিবেচনা করে ছাত্রলীগকে নিষিদ্ধ করা বর্তমান সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। আমরা এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।
আনন্দ মিছিলে শিক্ষার্থীরা ছাত্রলীগের চামড়া,তুলে নেব আমরা,পালাইছে রে, পালাইছে,ছাত্রলীগ পালাইছে,আমার সোনার বাংলায়,সন্ত্রাসীদের ঠাঁই নাই’সহ নানা স্লোগান দেন।
এ সময় উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের প্রতিনিধি তাজরিন ভূঞা পৌষন- নরসিংদী সরকারি কলেজ, মো:ওমর ফারুক -সরকারি বাংলা কলেজ, ঢাকা, নাহিদ
মাহমুদ -নরসিংদী সরকারি কলেজ, জাহিদুল ইসলাম আয়াত -শহীদ সোহরাওয়ার্দী করলেজ,ঢাকা, মোহাম্মদ জব্বার -মনোহরদী সরকারি কলেজ, তাছাড়া উসমান গণি,শাহিন,মিঠুন আশিক-
নরসিংদী সরকারি কলেজ, রোমান- শিবপুর শহীদ আসাদ কলেজ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪