জাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলে ছাত্রলীগের তাণ্ডব
- আপডেট সময় : ০১:২১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলে হেলমেট পরে তান্ডব চালিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোকবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মিছিল নিয়ে বের হয় শিক্ষার্থীরা।
মিছিলটি চৌরঙ্গী, ছাত্রী হল, শহীদ মিনার প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে আসলেই শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে নেতাকর্মীরা হামলা চালায়। এতে অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়। এছাড়া ছাত্রলীগের অনেক কর্মীও আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি।
মিছিলটি বঙ্গবন্ধু হলের মোড়ে আসলেই শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা লাইট অফ করে দেশী-বিদেশী অস্ত্র নিয়ে হামলা করে। এসময় মিছিলে থাকা শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে এসময় দুপক্ষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল ছুড়ে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে এলেও থামেনি দুপক্ষের সংঘর্ষ। এক পক্ষের ছোড়া ইটের আঘাতে রসায়ন বিভাগের অধ্যাপক আওলাদ হোসেন গুরুতর আহত হন। আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।
সবশেষ খবরানুযায়ী দু-পক্ষের তুমুল সংঘর্ষ চলছে। অন্তত দশজনেরও বেশি গুরুতর আহত।