কোম্পানীগঞ্জে জালিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ কে বহাল রাখার দাবিতে এলাকাবাসী সচেতন নাগরিকদের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
উল্লেখ যে, উক্ত জালিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অঞ্জনা দেবী দায়িত্বে থাকাকালে বিভিন্ন অনিয়ম,শিক্ষার্থী,অভিভাবকদের সাথে অসদাচরণ ও শিক্ষার পরিবেশ বিনষ্ট করেন বলে অভিযোগ উঠে।
এনিয়ে এলাকাবাসী ও ছাত্র ছাত্রী অবিভাবকরা ক্ষুব্ধ হন। এবং এলাকায়
বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশংকায়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তাকে ডেপুটেশনে দেয়া হয়। এবং শিক্ষিকা অঞ্জনা দেবী ২০১২ সালে
দাতা সদস্য,স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এবং স্কুল শিক্ষক সহ ০৭ জনের বিরুদ্ধে জিডি দায়ের ও পত্রিকা কাটিং করেন।ঘটনার পরিপ্রেক্ষিতে সে সময় তদন্তে তার কোন সত্যতা প্রমাণিত না পাওয়ায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
অভিযোগ টি খারিজ করে প্রতিবেদন দেন। মূলত তার উদ্দেশ্য ছিল অন্যত্র বদলি হওয়া।এবং তিনি তার উদ্দেশ্য সফল করেন সিলেট জেলা সদর মইয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ০৫ বছর ডেপুটেশনে ছিলেন। এরপর ২০১৭ সালে উক্ত
শিক্ষিকা অঞ্জনা দেবী'র ডেপুটেশন বাতিল হলে তিনি আবারও নিজ কর্মস্থল জালিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফেরেন। তখন তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। জালিয়ার পাড় সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ
এর বিরুদ্ধে সম্প্রতি একটি মহল জনৈক আব্দুল্লাহ আল মামুন এর প্ররোচনায়,আবারও সক্রিয় হয়ে ওঠেছেন এবং এলাকায় শান্তি বিনষ্টের পরিবেশ তৈরি হচ্ছে বলে আশংকা করেছেন জালিয়ারপাড় এলাকাবাসী। বিষয়টি নিয়ে বর্তমান নিয়োগপ্রাপ্ত
সহকারী প্রধান শিক্ষক আব্দুর রউফ কে বহাল রাখার দাবিতে এলাকাবাসী ছাত্র অবিভাবক মিলে সম্মিলিত হয়ে আজ কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসে স্মারক লিপি প্রদান করা হয়।এসময় উপজেলা পরিষদ মাঠে
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক জাফরুল ইসলাম বাবুল, শাহনুর আলী,(সাবেক মেম্বার) সেবুল আহমদ, আব্দুল কদ্দুস,হুজ্জাতুল ইসলাম
(সাবেক ছাত্র)। এসময় আরো উপস্থিত ছিলেন হাজী আব্দুল আউয়াল,
হাজী আব্দুর রশিদ, সাইফুল আলম, আখল মিয়া,ফারুক মিয়া,মাসুক মিয়া,সোনা মিয়া,নজরুল ইসলাম, ইব্রাহিম আলী,আবদুল মন্নান,বকুল মিয়া,বদরুল মিয়া,জাহাঙ্গীর, রফিক মিয়া,সুবেল মিয়া,হেলাল, খুরশিদ আলী,রহিম, ইয়াকুব,আবদুল
করীম,কামরুল,মেহেদী হাসান, মাহিন আহমেদ প্রমূখ।
পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরেজমিন জালিয়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন সাপেক্ষে শিক্ষকদের সাথে
জরুরি বৈঠক করেন এবং বিষয়টি জটিল হওয়াতে সহকারী শিক্ষিকা অঞ্জনা দেবীকে অনুরোধ করলে ও তা মানতে নারাজ তিনি। পরে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ কে,বুঝিয়ে বলায় তিনি পরিদর্শক টিমকে নিরপেক্ষতা বজায় রেখে
যে আপনাদের সিদ্ধান্ত মেনে নেবো পরে সহকারী শিক্ষক সাজ্জাদুর রহমান কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪