জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এডভেঞ্চার সোসাইটির নতুন কমিটি ঘোষণা
- আপডেট সময় : ০৬:৫৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভ্রমণভিত্তিক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এডভেঞ্চার সোসাইটির ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে পদার্থবিজ্ঞান বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী রাসেল মাহমুদকে সভাপতি এবং আইন ও বিচার বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী সাদাত কাভিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া নতুন এ কমিটিতে অন্যান্য পদে আছেন সহ-সভাপতি নিয়ামুল ইসলাম ও শাজ ই জাহান, সাংগঠনিক সম্পাদক মোয়াল্লাত হাসনাত দিদার এবং কোষাধ্যক্ষ মো. আরমান চৌধুরী।
৩২ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সেক্রেটারি অব মিডিয়া এন্ড কমিউনিকেশন মালিহা হাসান মাইশা, সেক্রেটারি অব স্পোর্টস মোসা. সিফাত আরা রুমকি, সেক্রেটারি অব এডমিন এন্ড ইন্টারনাল এফেয়ার্স রফিকুল ইসলাম মুন, সেক্রেটারি অব ট্যুর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট হাসান মাসুদ এবং সেক্রেটারি অব কালচারাল এফেয়ার্স হিসেবে মহিমা আফরোজ চারু দায়িত্ব পালন করবেন।
এছাড়াও কমিটিতে ডেপুটি ট্রেজারার সায়েম আহমেদ আকরাম, এসিস্ট্যান্ট মিডিয়া সেক্রেটারি সুমাইয়া মিথি, এসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্পোর্টস ইফরাত আমিন অক্ষর, এসিস্ট্যান্ট সেক্রেটারি অব এডমিন শাখাওয়াত হোসাইন শান্ত ও সাদমান হাসান মুক্ত, এসিস্ট্যান্ট সেক্রেটারি অব ট্যুর এন্ড ম্যানেজমেন্ট তাসনিম হাসান এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি অব কালচারাল এফেয়ার্স জান্নাতুল ফিরদাউস আনজুম।
নবনির্বাচিত সভাপতি রাসেল মাহমুদ বলেন, ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের জন্য জীবন ও প্রকৃতির মেলবন্ধনকারী একমাত্র সংগঠন হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যাডভেঞ্চার সোসাইটি। আমি এই ক্লাবের সভাপতি হতে পেরে সত্যিই অনেক আনন্দিত। যেখানে প্রতিজন ক্লাব সদস্যের এক একটি গল্প তৈরি হয়। আমি তাদেরকে সাথে নিয়ে তাদের সেই গল্পের একটি চরিত্র হয়ে উঠতে চাই।
সাধারণ সম্পাদক সাদাত কাভি বলেন, জুয়াসে আমার যাত্রা শুরু সদস্য হিসেবে। এতদূর আসতে পারবো ভাবিনি। যেই বিশ্বাসের সাথে আমাকে এই পদে আসীন করা হয়েছে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো এই ক্লাবটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার এবং সেই বিশ্বাসের সম্মান রাখার।
উল্লেখ্য শুরুতে ক্লাবটি শুধু ভ্রমণের উদ্দেশ্যে প্রতিষ্ঠা পেলেও পরবর্তীতে ম্যারাথন, সাইক্লিং, সাঁতার প্রশিক্ষণ, ফটোগ্রাফি, ক্যাম্পিং, ইয়োগা প্রভৃতি কর্মকা- অন্তর্ভুক্ত করে। ২০ সালের শুরুতে ‘বঙ্গবন্ধু ম্যারাথন’ আয়োজন করে ক্যাম্পাসে সাড়া ফেলে দিয়েছিল সংগঠনটি। বান্দরবানে বাংলাদেশের ২য় ও ৪র্থ সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশের পতাকা উড়িয়েছেন তারা। এর আগে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিনডং বিজয় করেছে জেইউএএস-এর সদস্যরা।