তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে ব্যস্ত রাখতে হবে- মৌসুমী সরকার রাখী
- আপডেট সময় : ০৭:১৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী সরকার রাখী
বলেন , তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে হলে তাদের খেলাধুলায় ও সাংস্কৃতিক কর্মকান্ডে ব্যস্ত রাখতে হবে। স্ব স্ব জায়গা থেকে আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে কঠোর হতে হবে। অন্যথায় ২০৪১ সালে স্মার্ট
বাংলাদেশ গঠন অসম্ভব হয়ে পড়বে।
রবিবার(১৪ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নরসিংদীর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে
সহকারী কমিশনার মোঃসাজ্জাদ পারভেজ এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ , সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সঞ্চয়
কুমার সাহা,নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। মাল্টিমিডিয়া প্রজেন্টশনের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নরসিংদীর উপ-পরিচালক মোহাম্মদ
সামছুল আলম, ইসলামিক ফাউন্ডেশন নরসিংদীর উপ-পরিচালক মোঃ ইউসুফ আলী, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ আবদুল মোমেন সরকার।
আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ৩ টি গ্রুপে রচনা ও চিত্রাংকন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর পূর্বে সকাল ১০ ঘটিকায় স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমী সরকার রাখীর নেতৃত্বে নরসিংদী সার্কিট হাউজ থেকে একটি বর্ণিল রেলি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। বিশাল এই র্যালীতে স্কাউটস,
শিক্ষার্থী, শিক্ষক, ফায়ার ডিফেন্স , মাদক নিরাময় কেন্দ্রের সদস্য ইমামসহ এনজিও প্রতিনিধিা অংশগ্রহণ করে।
এদিকে নরসিংদী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক মিনিট মাদককে না বলুন কর্মসূচি পালন করা হয়েছে।