কিশোরগন্জের তাড়াইল উপজেলায় সাত জুলাই ইং ২৩ আষাঢ় বাংলা তাড়াইল সাচাইল গৌড় নিতাই সংঘের উদ্যোগে রথ যাএার এক বর্নাট্য র্যালির আয়োজন করা হয়, র্যালিটি তাড়াইল সাচাইল থেকে শুরু হয়ে উপজেলার কালীমন্দির হয়ে কানলা পাড়া আখড়ায় হয়ে বরুহা আখড়ায় শেষ হয় উপজেলার হিন্দু সম্প্রদায়ের হাজারের বেশী পুরুষ মহিলা এই রেলীতে অংশ গ্রহন করে তাড়াইল উপজেলা কালী মন্দিরের সভাপতি শীতল প্রসাদ পাল, ও সাবেক সাধারণ সম্পাদক মিশুক ভৌমিক, উপজেলা প্রেস ক্লাব সদস্য দীপেন কুমার পাল সহ আরও নাম না জানা অনেকে সনাতন ধর্মালম্বীদের রথ যাএা প্রতি বছর বাংলা আষাঢ় মাসের বাইশ তেইশ তারিখে অনুষ্ঠিত হয়, শ্রী কৃষ্ণ রাধেকার প্রেম বিরহে বাড়ি থেকে বের হয়ে নদীর পাড়ে রাজার সাথে কথা বলার পর নদীতে কাঠ ভেসে আসতে দেখে রাজাকে স্বপ্নে দেখান সেই কাঠ দিয়ে মুর্তী বানানোর কথা তখন মিস্তরি বল সর্ত দেয় গড়ে দরজা মেরে মু্র্তি তৈরি করবে কেউ দেখতে পারবেনা তখন মুর্তি বানানো শুরু করে সাতদিন বানানোর পর রাজরানী দরজা খুলে দেখে ফেলে এবং গড়ে ডুকে দেখে মুর্তির শুধু মাথা তৈরি হয়েছে এই থেকে অর্ধ তৈরি মুর্তি নিয়ে যাএা করে বলে একজন হিন্দু পন্ডিতের কাছে যানতে চাইলে তিনি এভাবে তা ব্যক্ত করে সাতদিন পর বরুহা আখড়া থেকে ফিরতি রথে আগমন গঠবে জগন্নাতের।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪