প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৪, ৬:৪৪ এ.এম
তাড়াইলে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সাংবাদ সম্মেলন
তাড়াইলে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সাংবাদ সম্মেল
- প্রতিনিধি,তাড়াইল(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইলে একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ভূক্তভোগী আবদুস সালাম ১৪অক্টোবর সোমবার বেলা ২টায় সংবাদ সম্মেলন করেছেন।
জানা গেছে,বিগত ৯অক্টোবর'২৪ কিশোরগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক শতাব্দীর কন্ঠ নামে একটি আঞ্চলিক পত্রিকায় বিসিআইসি ডিলার আবদুস সালামের সার কেলেঙ্কারি শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।ওই সংবাদে ডিলার আবদুস সালামের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রয় এবং সরকারি গোদাম ব্যাবহারের অভিযোগ আনা হয়।এরই প্রেক্ষিতে উপজেলার দামিহা ইউনিয়নের সার ডিলার আবদুস সালাম উক্ত সংবাদের প্রতিবাদে নিজ ব্যাবসায়ী প্রতিষ্ঠানে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন।
আবদুস সালাম লিখিত বক্তব্যে জানান,সরকারি নিয়মনীতি মেনে তিনি বিসিআইসি সারের ডিলারশিপ নিয়ে সার উত্তোলন করছেন এবং উপজেলা কৃষি অফিসের তদারকির মাধ্যমে সকল নিয়ম কানুন মানিয়া স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে সার বিক্রয় করছেন।তিনি বলেন,দামিহা ইউনিয়ন পরিষদের কর্যক্রম নতুন ভবনে স্থানান্তরিত হওয়ার পর পুরাতন ভবনটি নিয়ম মোতাবেক ভাড়া নিয়ে নিজ ব্যাবসা পরিচালনা করে আসছেন। স্থানীয় সাংবাদিক রুহুল আমিন এলাকার কিছু কুচক্রীমহলের শলাপরামর্শে নিজে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা বায়োনাট ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে।এ ব্যাপারে আমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে শতাব্দীর কন্ঠ পত্রিকার সম্পাদক বরাবরে লিখিত বক্তব্য পাঠিয়েছি।
আবদুস সালাম বলেন,আমি মাগুড়ী এতিমখানা মাদরাসার নির্বাহী কমিটির সদস্য।প্রকাশিত সংবাদের সাংবাদিক রুহুল আমিনের সাথে আমার পূর্ব শত্রুতা ছিল।বছর দুয়েক আগে আমাদের ইউনিয়নের মাগুরী এতিমখানা মাদরাসায় চাকুরি করার সময় মাদরাসার কোমলমতি ছাত্রদের সাথে অনৈতিক কাজ করার অভিযোগে উক্ত সংবাদকর্মী রুহুল আমিনকে মাদরাসা থেকে বরখাস্ত করা হয়।এরই জের ধরে আমার মতো একজন সৎ ব্যাবসায়ীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে।উক্ত সংবাদের কারনে এলাকায় আমার সুনাম ক্ষুন্ন হয়েছে ও সম্মানের হানি হয়। আমি আশা করি এরকম সংবাদ প্রকাশের ক্ষেত্রে দৈনিক শতাব্দীর কন্ঠ কর্তৃপক্ষ যাচাই বাছাই করে সংবাদ প্রকাশ করবে এবং নীতি নৈতিকতাহীন সংবাদকর্মী রুহুল আমিনকে পত্রিকা থেকে অব্যাহতি প্রদান করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪