রুহুল আমিন কাঞ্চন (তাড়াইল প্রতিনিধি) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এ রুহুল আমিন কাঞ্চন আহ্বায়ক ও আলী হোসেন গেনু কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন করেছে কিশোরগঞ্জ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিব অদ্য বেলা দুই গঠিকায় স্টেশন রোডের জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন কার্যালয়ে নব গটিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব কে ফুলের মালা দিয়ে বরন করে নেন এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছে রবিন মিয়া ধলা,আঃ হক রানা,জাওয়ার শাহাদাত হোসেন রবিন তাড়াইল সদর আনছু মিয়া, কাজল কুমার বিশ্বাস, আবুল কাসেম জয় সহ বাকি আর ও তেইশ জন কমিটি হাতে পেয়ে আগামী তিন মাসের মধ্যে একটি পূর্নাঙ্গ কমিটি উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন নব গঠিত কমিটির আহ্বায়ক রুহুল আমিন কাঞ্চন ও সদস্য সচিব আলী হোসেন গেনু তারা আরও বলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাধারণ মানুষের নয়নের মনি,মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করাই হবে প্রথম কাজ সাংস্কৃতির মাধ্যমে তা ফুটিয়ে তোলব ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪