নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে মো. সাইফুল ইসলাম নামের এক কাপড় ব্যবসায়ীর টিনসেটের দোকানে তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার নান্দাইল পৌর
এলাকার ১ নং ওয়ার্ডে মুক্ত বাজারে (চিলার বাজার) এ ঘটনা ঘটে। এঘটনায় শনিবার (২৩ নভেম্বর ) সকালে মো. সাইফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
নান্দাইল মডেল থানার অভিযোগ সূত্রে জানা গেছে- নান্দাইল সদর ইউনিয়নের রসুলপুর গ্রামের আ: আজিজের পুত্র মো. সাইফুল ইসলাম মুক্ত বাজারে (চিলা বাজার) তিন বছর ধরে কাপড়ের ব্যবসা করছেন। প্রতিদিনের মত গত
বৃহস্পতিবার রাতে ১০ টার দিকে দোকান বন্ধ বাড়িতে যান। পরের শুক্রবার সাইফুল ইসলাম বিকালে গিয়ে দেখতে পান দোকানের ঝাপাটের তালা ভাঙ্গা। দোকানের ভিতরে গিয়ে দেখে দোকানে থাকা ৫০ পিস লুঙ্গি,থান কাপড় ও
প্রিন্টের থান কাপড় সহ ১ লাখ ১০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
দোকানের মালামাল চুরির ঘটনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম। তিনি জানান- এ ব্যবসায় দিয়ে তার সংসার চলতো। বর্তমানে দোকানে চুরি হয়ে যাওয়াতে খুবই সমস্যা সৃষ্টি হয়েছে। অর্থের অভাবে
নতুন করে আবার ব্যবসা শুরু করা কষ্টকর হয়ে পড়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. ফরিদ আহমেদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪