পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় ৫৪ বছর ধরে সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছেন পল্লী চিকিৎসক,ও ফার্মাসিস্ট গাজী জয়নাল আবেদীন। ব্যক্তিগত জীবনে তিনি সৎ সরল এবং পরোপকারী মানুষ। সকাল ৯ টা থেকে রাত ৯ ট পর্যন্ত দুমকি থানাব্রিজ পুর্ব পাড় লুথারান সড়কে ফার্মেসি চেম্বারে রোগী দেখেন।উনার চেম্বার গিয়ে দেখা যায় অনেক দূর দুরান্ত থেকে পুরাতন, নতুন রোগীরা চিকিৎসা সেবা নিতে আসেন। এক রুগী গণমাধ্যম কর্মীদের জানান, "উনার চিকিৎসার মান খুবই ভালো ঔষধ লেখে ভাল কোম্পানির, আমি উনার চিকিৎসা নিয়ে এখন ভালো আছি অন্য এক রোগীকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য নিয়ে এসেছি। ডাক্তার সাহেব খুবই ভালো মানুষ এবং অত্যন্ত ভদ্র ভিজিট যা দেন তাই তিনি নেন এবং গরিব অসহায় দুস্থ রোগীদের কাছে কোন প্রকার ভিজিট নেন না,আমি ডাক্তার সাহেবের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করি।"
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪