জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়। উন্নয়ন সংঘ সীডস কর্মসূচী কতৃক আয়োজিত উপজেলার ০৪ টি ইউনিয়নে ( হাতীভাঙ্গা, পাররামরামপুর, চরআমখাওয়া ও ডাংধরা)
ভিন্ন ভিন্নভাবে ও ঝাকজমকপুর্ন ভাবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পাালন করা হয়।
দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল "আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি "
এর অংশ হিসেবে ডাংধরা ইউনিয়নে আলোচনা ও র্যালির আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাংধরা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আনোয়ারুল হক , অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন উদোক্তা, কিশোর কিশোরী, এফ ডিপি সদস্য,
সিএসপি কৃষি, লাইভস্টক, শিক্ষক, ইউপি ভাইস চেয়ারম্যান, দৈনিক গণকন্ঠ দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক ফরিদুল ইসলাম, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ফোকাল পার্সন, অন্যান্য এন জিও
কর্মী ও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে ইউপি চত্বরে সকলের অংশ গ্রহনে র্যালি করা হয়।
একইভাবে চরআমখাওয়া, পাররামরামপুর ও হাতিভাঙ্গা ইউনিয়নেও একযোগে ভিন্ন ভিন্ন ইভেন্টে পালিত হয়।
০৪ টি ইভেন্টে মোট উপস্থিত ছিল পুরুষঃ ৮৮ জন, নারীঃ ৩০৭জন। মোট ৩৯৫ জন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪