দেশে সাংবিধানিক সংকট সৃষ্টির পাঁয়তারা চলছে : সরদার সাখাওয়াত হোসেন
- আপডেট সময় : ১২:৪৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
প্রতিনিধি,নরসিংদীঃ
নরসিংদী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক,মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন,বর্তমানে দেশে সাংবিধানিক
সংকট সৃষ্টির পাঁয়তারা চলছে। বিএনপির একটি কর্মী বেঁচে থাকতে আমরা সেই সুযোগ দেবো না।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি আরো বলেন,বর্তমান সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে। বিলম্ব না করে যৌক্তিক সময়ের মধ্যেই সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের প্রতিনিধির
হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আমরা আর কোনো বিপ্লব, আর কোনো রক্তক্ষয় দেখতে চাই না।
রবিবার (২৭ অক্টোবর) বিকেলে জেলার মনোহরদী উপজেলায় পৌর এলাকার ডাকবাংলো রোডে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি
এসব কথা বলেন।
এ সময় মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন এর সভাপতিত্বে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।