দ্বিতীয় ধাপে টানা এক সপ্তা বৃষ্টির পর আজ দেখা গেল সূর্যের আলো। মধ্যনগর উপজেলা উত্তর বংশী গুন্ডা ইউনিয়ন ক্রমান্বয়ে আস্তে আস্তে পানি কমতেছে স্বস্তির পেল কিছুটা এলাকার মানুষ। এখন পর্যন্ত অনাহারে ভুগছে গৃহপালিত গবাদি পশু।ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হল। বাঙ্গালভিটা মাঝের ছড়া রুপনগর রাজেন্দ্রপুর রামপুর কার্তিকপুর অন্তঃপুর গোলাপ পুর ও সাউথপাড়া। নবগঠিত মধ্যনগর উপজেলা নব নির্বাচিত চেয়ারম্যান ১ নং উত্তর বংশী কুন্ডা জন গণকে আশ্বস্ত করেছেন উনি জনগণের পাশে আছেন থাকবেন
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪