টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপুজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ধনবাড়ী থানার ওসি এস এম শহিদুল্লাহ ও ওসি (তদন্ত) ইদ্রিস আলী ।
বুধবার ৯ অক্টোবর সন্ধ্যা থেকে পৌরসভা ও উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে পূজার নিরাপত্তাসহ সার্বিক খোঁজখবর নেন। এছাড়াও তাঁরা পূজা মণ্ডপের
পরিদর্শন বহীতে স্বাক্ষর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী থানা প্রশাসনের পুলিশ কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
ধনবাড়ী থানার নবাগত ওসি এস এম শহিদুল্লাহ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসবটি দুর্গাপূজা উৎসব মূখরপরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ।তাঁরা যাতে উৎসবটি ভালোভাবে পালন করতে পারেন,
এজন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে পূজা আয়োজক কমিটিকে তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে ধনবাড়ী পুলিশ পূজা চলাকালীন ও পূজা পরবর্তী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে
পূজামণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা, পূজা মণ্ডপ ওবিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/ চার্জার লাইটের ব্যবস্থা
করা,আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করা এবং শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে
সকলের সর্বাত্মক সহযোগিতা কামনাসহ
বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
ধনবাড়ী থানার ওসি তদন্ত মোঃ ইদ্রিস আলী বলেন, ধনবাড়ী উপজেলার শারদীয় দুর্গাপূজায় শতভাগ নিরাপত্তায় উপজেলার প্রতিটি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মণ্ডপগুলোতে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এছাড়া কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থার জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এবছর ধনবাড়ী উপজেলায় ৩২টি পূজামণ্ডপে উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক ছাড়াও সার্বক্ষণিক পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।এছাড়াও সাদা পোশাকে পুলিশ সদস্যরা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪