পাকুন্দিয়া থানার এসআই(নিঃ)/ শাহিন মিয়া, এএসআই(নিঃ)/রাকিবউজ্জামান খান, এএসআই(নিঃ)/সাইফুল ইসলাম সহ ফোর্সের সমন্বিত অভিযানে গতকাল ১২/০৭/২৪ তারিখে আনুমানিক দুপুর ০২টা ৩০মিনিটে সময় পাকুন্দিয়া থানাধীন চরকাওনা এলাকা হতে হোসেনপুর থানার মামলা নং- ১২(০৯)২০১৭, জিআর নং- ৪০৯(০২)২০১৭, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/০৩) এর ৭/৯(১) এর দীর্ঘদিন পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ১. ইমন মিয়া(১৯) গ্রেপ্তার করা হয়৷জানা যায় তার বাবার নাম- মোঃ মফিজ উদ্দিন, সাং- চরকাওনা: থানা- পাকুন্দিয়া, জেলা -কিশোরগঞ্জ গ্রেফতার হয়।সর্বশেষ তথ্যমতে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে৷৷
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪