ভৈরব ( কিশোরগঞ্জ)। নগর পরিচালন ও অবকাঠামো প্রকল্পের (IUGIP) অধীনে ১৫ পৌর সভার মহাপরিকল্পা প্রনয়নের অংশ হিসেবে ৯ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় ভৈরব পৌর সভা সেমিনার কক্ষে এক পারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌর প্রশাসক ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন।
উপস্থিত ছিলেন, পৌর সভার মাষ্টার প্ল্যান প্রকল্পের টিম লিডার প্রফেসর ডঃ গোলাম মুর্তজা, পৌর সভার মাষ্টার প্ল্যান প্রনয়ন প্রকল্পের সিনিয়র আরবান প্ল্যানার আফসানা এম কামাল, সদস্য ভৈরব পৌর সভা কমিটি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ।
কর্মশালায় বক্তব্য রাখেন ভৈরব পৌর সভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ ওমর ফারুক,পৌর সভার মাষ্টার প্ল্যান প্রণয়ন প্রকল্পের টিম লিডার প্রফেসর ড,গোলাম মর্তুজা প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪