বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) -এর জন্মবার্ষিকী তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সা: দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জিনদপুর ইউনিয়ন আহলে সুন্নাতুল ওয়াল জামাতের আয়োজনে। হেরার আলো আস্তানার তত্ত্বাবধানে।জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সা: দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে
শুভ আগমন করেন, আমির, তাহরীকে খতমে নবুওয়াত বাংলাদেশ, আওলাদে রাসূল সা: সাইখুল হাদিস, মোনাজেরে মিল্লাত, আল্লামা, মুফতি ড সাইয়ৈদ মোঃ এনায়েত উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৌনপুরী হুজুর, বর্তমান গদ্দিনশীন পীর,
আব্বাসীম মঞ্জিল জৌনপুর দরবার শরীফ।হুরুয়া গাউছিয়া দরবার শরীফের গদ্দীনিশীল পীর হযরাতুল আল্লামা শাহ সুফি হরযত মাওলানা রুহুল আমিন দরবেশ সাহেবের সভাপতিত্বে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৌদি আরব প্রবাসী
বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নজু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জিনাতপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, আব্দুর রউফ ও বিশিষ্ট ব্যবসায়ী সৌদি আরব মোঃ মালু মিয়া।বিশেষ আকর্ষণ হিসেবে
উপস্থিত ছিলেন, বর্তমান সময়ের হানাফী মাযহাবের বলিষ্ঠ কণ্ঠস্বর, বিটিভি ও মাই টিভি স্যাটেলাইট টেলিভিশনের ভাষ্যকর পীরজাদা মুফতি এনামুল হক কুতুবী অধ্যক্ষ ইব্রাহিমপুর ডিগ্রি ফাজিল মাদ্রাসাবিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন,
সাইখুল হাদিস ডক্টর নজরুল ইসলাম, হযরত মাওলানা হাফেজ বেলাল হোসাইন, হযরত মাওলানা মোঃ আব্দুল মতিন সহ আরো অনেক উলামায়ে কেরাম তসরিফ আনেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪