নবীনগর উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে শুক্রবার বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহা। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবুলের সঞ্চালনায় আলোচনা করেন, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক খানজাহান আলী, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক হেফজুল বাহার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কাওসার আলম ভূঁইয়া অপু, অর্থ সম্পাদক, সাহেব আহমেদ সৌরভ,কার্যকরী সদস, প্রফেসর হেলাল উদ্দিন, কার্যকরী সদস্য আবু সুফি, কার্যকরী সদস্য টিটন দাস, কার্যনির্বাহী সদস্য, খাইরুল এনাম,সদস্য মোঃ মুন্না প্রমুখ।সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহা বলেন, নবীনগর উপজেলা প্রেসক্লাবের বিগত বছরে সাংগঠনিকভাবে অসাধারণ একটি সেশন পার করেছে। আশাকরি আগামীতেও নবীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্যরা তাদের সাংগঠনিক দক্ষতার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও লেখনী শক্তির এই ধারা অব্যাহত রাখবে।সভায় প্রেসক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪