ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে নবীনগর রিপোর্টার্স ক্লাব' নামে ২১ সদস্যের সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।সোমবার,রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী দিনে। নবীনগরের ৪ টি সাংবাদিক সংগঠন নবীনগর ফটো
জার্নালিস্ট এসোসিয়েশন, সাংবাদিক পরিষদ, সাংবাদিক সমিতি, সাংবাদিক ফোরাম, বিলুপ্ত ঘোষণা করে নবীনগর রিপোর্টার্স ক্লাব নামে আত্মপ্রকাশ করা হয়। ২১ সদস্যের মতামতের ভিত্তিতে আহবায়ক,শাহিন রেজা টিটু ও সদস্য সচিব,রেজাউল
হক রহমত কে সর্বসম্মতি ক্রমে মনোনীত করা হয়। আহবায়ক কমিটি অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটির কাজ সম্পন্ন করবেন তারা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪