রবিবার(৭ জুলাই)বিকালে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা পর্যায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোবাশ্বের আলম এর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। নরসিংদী পাবলিক কলেজ ও নরসিংদী জামিয়া কাসিমিয়া মাদ্রাসার মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় এবং উক্ত ম্যাচে নরসিংদী পাবলিক কলেজ চ্যাম্পিয়ন এবং জামিয়া কাসিমিয়া মাদ্রাসা রানার্সআপ হয়।প্রধান অতিথি তাঁর সমাপনী বক্তব্যে,বঙ্গবন্ধুর শৈশব কৈশোরের স্মৃতি তুলে ধরেন এবং তিনি বলেন বঙ্গবন্ধু একজন ফুটবল প্রেমিক ছিলেন এবং ফুটবলের একজন ভালো খেলোয়াড় ছিলেন। তিনি বিজয়ী ও বিজিত উভয় দলকেই অভিনন্দন জানান এবং তিনি আশা ব্যক্ত করেন এই খেলোয়াড়েরা জাতীয় পর্যায়ে এক সময় ফুটবলের নেতৃত্ব দিবে। প্রধান অতিথি আরও বলেন, ফুটবল খেলা নরসিংদী জেলার প্রত্যেক উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে যেনো তরুন সমাজ খেলাধুলার মধ্যে থেকে নিজেদের দেহ-মনন গঠন করতে পারে এবং বর্তমান যুগের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও নেশা থেকে নিজেদেরকে বিপদমুক্ত রাখতে পারে। উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। এ সময় জেলা প্রশাসক ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,জেলা ক্রিড়া সংস্থার নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪