সোমবার( ০৮ জুলাই) আনুমানিক বেলা সাড়ে এগারোটার দিকে রায়পুরা উপজেলা মেথিকান্দা রেলস্টেশন সংলগ্ন শ্রীরামপুর রেলক্রসিং এলাকায় কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অঙ্গ ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
ঘটনার পর পর রায়পুরা থানা পুলিশ, রেলওয়ে পুলিশ, পিবিআই ও সিআইডি, র্যাব-১১ সদস্যরা ঘটনাস্থলে নিহতের নাম পরিচয় শনাক্ত করতে বিভিন্ন আলামত সংগ্রহ করতে থাকেন।
পরবর্তিতে র্যার-১১ সিপিআরসি নরসিংদী তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে জানতে পারে নিহত ব্যাক্তির নাম- পরিমল সুত্রধর(৮৬),পিতা- সুরেন্দ্র সুত্রধর,মাতা-অন্যাদা রাণী সুত্রধর,গ্রাম -পশ্চিম কান্দাপাড়া,পোঃ-নরসিংদী,থানা ও জেলা নরসিংদী।
পুলিশ মরদেহ ময়না তদন্ত স্বাপেক্ষে মৃত্যুর কারন সম্পর্কে জানাতে পারবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪