নরসিংদীতে তিনদিন ব্যাপী ফল মেলার উদ্বোধন
- আপডেট সময় : ১২:৪৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
কৃষিই সমৃদ্ধি “ফলে পুষ্টি,অর্থ বেশ, স্মার্ট কৃষির বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) দুপুরে মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান বলেন, ক্রমহ্রাসমান জমি থেকে ক্রমবর্ধমান মানুষের খাদ্যের যোগান দেয় কৃষি। তাই মানুষের খাদ্য চাহিদা মিটানোর লক্ষ্যে সময় উপযোগী ফলদ বৃক্ষসহ অন্যান্য ফলদ বৃক্ষরোপণ অপরিহার্য।
অনুষ্ঠানের সভাপতি কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার বলেন, বৃক্ষ জীবন রক্ষাকারি অক্সিজেন, জ্বালানী কাঠ, কাগজ তৈরীর কাঁচামাল, মাটি ক্ষয়রোধ, রাস্তার সৌন্দর্য বর্ধনসহ প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করে পরিবেশ রক্ষা করে। কাজেই সবাইকে ফলদ, বনজ ও ঔষুধি বৃক্ষ রোপনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গেঁরা সুন্দর কলা, সাগর কলা, সবরি কলা, চাঁপা কলা, চালতা, আমড়া, কতবেল, জামির লেবু, বাতাবি লেবু, চায়না কমলা, কড়মচা, লটকন, রামবুটান, চেরি ফল, ডেওয়া, শরিফা, আঁতা ফল, ব্যানানা মেংগু, কাটিমন আম, ডাব, কলম্বো লেবু, মালটা-৪, বারি মালটা-১, কাগজি লেবু, আমলকি, আমড়া, ডালিম, কামরাঙ্গা, কাজূ পেয়ারা, এলাচি লেবু, লুকলুকি, কাঁঠাল, পেঁপে, আনারস, আঁতা ফলসহ বিভিন্ন ফল প্রদর্শিত হয় উক্ত মেলায়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তৌহিদ সরকার, গোতাশিয়া ইউপি চেয়ারম্যান আবুল বরকত রবিন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শামীম ও উপজেলা তথ্য কর্মকর্তা মাধবী সাহা প্রমূখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/ কর্মচারী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।