নরসিংদীর শিবপুরে বাসের ধাক্কায় মেহেদী হাসান (২০) নামে এক কলেজ পড়ুয়া ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ সাধারণ মানুষ বাসে আগুন ও ভাঙচুর চালায়। নিহত মেহেদী হাসান নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের ছাত্র। এই ঘটনার পরপরই রুপসী বাংলা বাসের চালক পালিয়ে যায়। পরে প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা।
সোমবার (৮ জুলাই) দুপুরে শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের চৈতন্য এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,সিলেটগামী রুপসী বাংলা নামের দ্রুতগতির একটি বাস চৈতন্য সড়কে পৌঁছালে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মেহেদী হাসানকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নরসিংদী ইটাখোলা হাইওয়ে থানার ওসি মো: ইলিয়াস হোসেন বলেন, একজন শিক্ষার্থী মারা গিয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়। বাসটিকে জব্দ করে হাইওয়ে থানা ফাঁড়িতে নিয়ে যাচ্ছি। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবো।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪