নরসিংদীতে ১৪ রাউন্ড চায়না রাইফেলের গুলিসহ ৩টি ম্যাগাজিন উদ্ধার করেছে নরসিংদী জেলা পুলিশ।
রবিবার(৮ সেপ্টেম্বর) রাতে শহরের বাসাইল এলাকার রিলাক্স আবাসিক হোটেলের সামনের ঝোঁপ থেকে এসব উদ্ধার করা হয়।
সোমবার(৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানা পুলিশের উপপরিদর্শক আব্দুল গাফফার।
তিনি সংবাদকর্মীদের জানান গত ৪ সেপ্টেম্বর হতে সারাদেশে একযোগে পরিচালিত অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই
ধারাবাহিকতায় রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা শহরের বাসাইল এলাকার রিলাক্স আবাসিক হোটেলের সামনে অভিযান চালায়
এসময় হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ঢালুতে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৩০ রাউন্ড করে এ্যামুনেশন ধারণযোগ্য ৩টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ম্যাগাজিন ও গুলি নরসিংদী
মডেল থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪