শিশুরাই রত্ন, করবো যত্ন, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক বাস্তবায়নাধীন সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা প্রধান ( আই সি বি ) প্রকল্পের আওতায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলাসহ দেশের ১৬ টি জেলায় সরকার চালু করেছে শিশু যত্ন কেন্দ্র। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রনিত প্রকল্পটি বাস্তবায়নের উদেশ্যে শুক্রবার (৭ জুন ) নরসিংদীর মনোহরদীতে শুরু হয় শিশু যত্ন কেন্দ্রের যত্নকারীদের সপ্তাহব্যাপী মৌলিক প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মাধ্যমে একজন যত্নকারী কি ভাবে শিশু যত্ন কেন্দ্রের পরিচালনা করবেন তা হাতে কলমে শিক্ষা প্রধান করা হয়।প্রশিক্ষণটি দুই ধাপে সম্পন্ন হয়।প্রথম ধাপ ছিল শিশু যত্ন কেন্দ্র বাস্তবায়ন প্রক্রিয়া ও পরিচালনা পর্যবেক্ষণ পদ্ধতি এবং ২য় ধাপটি ছিল প্রাথমিক চিকিৎসা পদ্ধতি। দেশের বে- সরকারি সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয় কেন্দ্র কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পটির আওতায় মনোহরদী উপজেলায় স্থাপিত হয় ৫ শত শিশু যত্ন কেন্দ্র। যত্নকারীদের মৌলিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন, বাংলাদেশ শিশু একাডেমির প্রোগ্রাম ম্যানেজার
তরিকুল ইসলাম চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন, পদক্ষেপ মানবিক উন্নয় কেন্দ্রের যুগ্ম পরিচালক আনিস হোসেন চৌধুরী । পরিদর্শনে তিনি যত্নকারীদের সাথে কথা বলেন এবং তাদেরকে প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।সার্বিক সহযোগীতায় ছিলেন,কার্যক্রম সমন্বয়কারী এবং ECCD অফিসার ও কেন্দ্র সুপারভাইজারগন।
উলেখ্য : প্রতিটি কেন্দ্রে ২৫ জন নারী যত্নকারী প্রশিক্ষণ গ্রহণ করেন এবং প্রশিক্ষণ শেষে গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের নিরাপত্তার পাশাপাশি মানসিক ও শারীরিক বিকাশে কাজ করবে।অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণটি আরও প্রাণবন্ত হয়ে উঠে এবং তাদের সুচিন্তিত মতামত ব্যাক্ত করেন।উপস্থিত সকলের সাথে উন্মুক্ত আলোচনার মাধ্যমে আগামী দিনগুলোতে আরও প্রশিক্ষণ আয়োজনের সহযোগীতা কামবা করেন প্রশিক্ষণ কর্মশালার সমাপ্ত ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪