বিগত বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে ময়মনসিংহের নান্দাইলে কর্মরত উপজেলার সহকারী শিক্ষা অফিসার (এটিও) মনিরুল আমিন তার নিজস্ব ফেসবুকে আপত্তিকর শব্দ চয়ন ও সমালোচনার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। সারাদেশের
ন্যায় তথা নান্দাইলের ছাত্র-ছাত্রীরাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহন করে। ছাত্র আন্দোলনের সময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনিরুল আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা আন্দোলনকারীদের কুলাঙ্গার ও ঢাকা
বিশ্ববিদ্যালয়কে আবর্জনার ভাগার হিসাবে অবহিত করেন। এমনকি তিনি আন্দোলনের সময় গনহত্যাকেও স্বীকৃতি না দিয়ে নানা ধরনের পোস্ট করেন। তিনি একজন সরকারী চাকুরীজীবি হয়েও আওয়ামীলীগের প্রভাব কাঠিয়ে নানা ধরনের
অপকর্মের সাথে লিপ্ত ছিল বলেও জানা যায়। উল্লেখিত বিষয়ে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নান্দাইল উপজেলার ভাটি সাভার গ্রামের তোফায়েল আহম্মেদ রোববার (১লা সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার
বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। নান্দাইলের ছাত্র সমাজ এটিও মনিরুল আমিন একজন সরকারী কর্মকর্তা হয়েও কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের “কুলাঙ্গার এবং তাদের পূর্ব-
পুরুষরা পাকিস্তানের দালাল ছিল” বলার সাহস কোথায় ফেল। আমরা তার সবোচ্চ শাস্তি দাবী করছি। উপজেলা নিবাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তোফায়েল আহম্মেদের নিকট থেকে এটিও বিরুদ্ধে লিখিত
অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিভাগীয় আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪