আজ রোজ শুক্রবার বিকেল ৩ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) দিলীপ কুমার বণিক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রোমা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু আহমদ কামরুল হুদা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজহারুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুর আলম শেখ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল হুদা, এবিএম সালেম, শিক্তা রানী সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা যথা সম্ভব কোমলমতি ভাবে শিক্ষার্থীদের সাথে ক্লাসের পড়া ক্লাসে শেষ করার চেষ্টা করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪