আপনি নিয়মিত নিউজ পানিখোঁজ হওয়ার ২৬ ঘন্টা পর ধান ক্ষেত থেকে পাওয়া গেছে দেড় বছরের শিশু আয়েশার লাশ।
শুক্রবার (৫ জুলাই) সকাল এগারটার দিকে মনোহরদী পৌরসভাস্থ হাররদীয়া এলাকার ধান ক্ষেত থেকে আয়েশার লাশ উদ্ধার করা হয়।
আয়েশা মনোহরদী পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাররদিয়া গ্রামের আসাদ মিয়ার মেয়ে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯ টার পর থেকে আয়েশাকে বাড়ির কোথাও পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছবি সহ পোস্ট দেওয়ার পরও নিহত আয়েশা কে না পেয়ে চিন্তায় পড়ে যায় পরিবারের লোকজন।
অবশেষে শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা ধানের জমিতে আয়েশার লাশ পড়ে থাকতে দেখে এক প্রতিবেশি। আয়েশার লাশ দেখতে পাওয়ার পর তার পরিবার এবং মনোহরদী থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আয়েশার লাশ উদ্ধার করে।
মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে। শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪