কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় পাঠুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই ) দুপুর ১২ টায় উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন।
ওই উপ-নির্বাচনে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তাদের মনোনয়ন বৈধতা পেয়েছেন। তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম পেয়েছেন টেবিল ফ্যান প্রতীক,আবু বক্কার সিদ্দিক গেনু ঘোড়া , রহিমুল আলম ফরিদ মোটর সাইকেল, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহীদুল ইসলাম আনারস, সাবেক ইউপি সদস্য এনায়েত হোসেন টেলিফোন, আরফান উদ্দিন চশমা ও আল মামুন মিসকিন অটোরিক্সা প্রতীক পেয়েছেন।
উল্লেখ্য, সাবেক চেয়ারম্যান এমদাদুল হক জোটন গত উপজেলা নির্বাচনে অংশগ্রহন করায় এ পদটি শূণ্য ঘোষণা করে পূনরায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন শূন্য পদে চলতি বছরের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। আাগমী ২৭ জুলাইএ উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্রে ইভিএম এর মধ্যে যে ভোটাররা ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবুল কালাম বলেন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও প্রভাবমুক্ত ভোটগ্রহণের জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা করবেন। কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪