ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

প্রেম-ভীতু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রেম-ভীতু
মোশারফ কবীর
……

আমি নাকি খুবই পাষণ্ড
মন বলতে কিছু নেই,
চোখে তার ঘৃণা প্রচন্ড
মানতে পারছে না কিছুতেই।

টি-শার্টের কলারে মুষ্টি করে ধরে
কষিয়ে দিলো চড়,
ভালোবেসেছিলো আমায় ভুল করে
হিসেব মিলালো বরাবর।।

যদিও কভু পুষ্প হাতে তাকে
করিনি প্রেম আবেদন,
গজ দন্তের মুচকি হাসি দেখে
অজান্তেই সঁপেছে মন।

লাবণ্যে তার মত্ত শতজন
আমি আর এমন কি!
অজান্তেই আমাকে সঁপেছে মন
এটাই তার দোষ না-কি??

এক চড়ে তার তৃপ্তি মিঠেনি
রঙিন করে দিলো গাল,
-“আজ যদি আমার না হও তুমি
দেখবো না ভোরের সকাল।। ”

বললাম আমি মুচকি হেসে
শোনরে আমার বোন,
নারীর প্রেম বঙ্গদেশে
শুরুটাই কেবল এমন।।

ইতোপূর্বে যে নারীকে
কলিজায় দিলাম ঠাঁই,
টেনে ছিঁড়ে কলিজাটাকে
পুড়ে করেছে ছাই।।

মরতে যে চায় আজ আমার জন্য
দু’দিন হলে গত,
নিজেকে সে ভাববে ধন্য
হৃদয় করে ক্ষত।।

চুন খেয়ে যে জিভ পুড়েছে
দই দেখে তার ভয়,
ভালোবেসে যে একবার হেরেছে
প্রেম তার জন্য নয়।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেম-ভীতু

আপডেট সময় : ০১:২২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

প্রেম-ভীতু
মোশারফ কবীর
……

আমি নাকি খুবই পাষণ্ড
মন বলতে কিছু নেই,
চোখে তার ঘৃণা প্রচন্ড
মানতে পারছে না কিছুতেই।

টি-শার্টের কলারে মুষ্টি করে ধরে
কষিয়ে দিলো চড়,
ভালোবেসেছিলো আমায় ভুল করে
হিসেব মিলালো বরাবর।।

যদিও কভু পুষ্প হাতে তাকে
করিনি প্রেম আবেদন,
গজ দন্তের মুচকি হাসি দেখে
অজান্তেই সঁপেছে মন।

লাবণ্যে তার মত্ত শতজন
আমি আর এমন কি!
অজান্তেই আমাকে সঁপেছে মন
এটাই তার দোষ না-কি??

এক চড়ে তার তৃপ্তি মিঠেনি
রঙিন করে দিলো গাল,
-“আজ যদি আমার না হও তুমি
দেখবো না ভোরের সকাল।। ”

বললাম আমি মুচকি হেসে
শোনরে আমার বোন,
নারীর প্রেম বঙ্গদেশে
শুরুটাই কেবল এমন।।

ইতোপূর্বে যে নারীকে
কলিজায় দিলাম ঠাঁই,
টেনে ছিঁড়ে কলিজাটাকে
পুড়ে করেছে ছাই।।

মরতে যে চায় আজ আমার জন্য
দু’দিন হলে গত,
নিজেকে সে ভাববে ধন্য
হৃদয় করে ক্ষত।।

চুন খেয়ে যে জিভ পুড়েছে
দই দেখে তার ভয়,
ভালোবেসে যে একবার হেরেছে
প্রেম তার জন্য নয়।।