ময়মনসিংহের ফুলপুরে ঘরের দরজায় বিদ্যুতের তার লাগিয়ে একটি পরিবারকে দুর্বৃত্তের হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ২নং রামভদ্রপুর ইউনিয়নের সিঙ্গীমারি গ্রামে গত ৩ জুলাই ভোররাতে এ ঘটনা ঘটেছে। জানা যায়, সিঙ্গীমারি গ্রামের মোঃ মোখলেছুর রহমানের পরিবার বুধবার রাতে বসত ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা দরজায় বিদ্যুতের তার লাগিয়ে রাখে। বাহিরে শব্দ শুনে সজাগ হয়ে মোঃ মোখলেছুর রহমান দরজা খুলে দেখার চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। এ ব্যাপারে তিনি বাদি হয়ে ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪