ময়মনসিংহের ফুলপুর উপজেলার মুকামিয়া নামক স্থানে ১৩/৭/২০২৪ইং রোজ শনিবার বিকেলে, বরযাত্রীবাহী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৬ জন আহত হয়। জানা যায় গাড়িটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে থেকে বরযাত্রী নিয়ে ফুলপুর হয়ে শেরপুর রোড দিয়ে শেরপুর যাচ্ছিল কনের বাড়িতে। রাস্তায় ফুলপুর শেরপুর আঞ্চলিক মহাসড়কের মোকামিয়া নামক স্থানে এসে এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায় শনিবার বিকাল বেলায় হাল্কা বৃষ্টি হওয়ায় রাস্তা বেজা থাকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাই। এতে কেউ নিহত না হলেও ৬ জন আহত হয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান ফুলপুর শেরপুর আঞ্চলিক মহাসড়কটিতে প্রায়ই এরকম দুর্ঘটনা ঘটছে। গাড়ি চালকরা বলেন রাস্তাটিতে বিটুমিনের পরিমাণ বেশি হওয়ায় সামান্য বৃষ্টি হলেই রাস্তা পিচ্ছিল হয়ে যায় যার ফলে গাড়ি ব্রেক করতে চাইলেও ব্রেক করা সম্ভব হয় না তাই অনেক সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন ইতিমধ্যেই দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে এবং এগুলোকে চিহ্নিত করা হয়েছে অচিরেই এই সমস্যার সমাধান করা হবে
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪