ফয়জুর রহমান, ফুলপুর( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ফুলপুর ঘাস ফড়িং রেস্তোরাঁ বৃহস্পতিবার রাত ১০টায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাবেক
কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম আজাদের নেতৃত্বে আওয়ামী লীগের কিছু নেতা কর্মী যারা মামলার আসামি তাদের নিয়ে ময়মনসিংহের ফুলপুরে বুধবার ভোরে বন্যা কবলিত এলাকায় রিলিফ বিতরণ করেন। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন,সৈরাচার হাসিনা গণ-অভ্যুত্থানের মধ্যে দেশ ছাড়তে বাধ্য হয়েছে,সারাদেশে আওয়ামী লীগ রাজপথ ছাড়া।খুন, ভাংচুর অরাজকতার দায়ে বিভিন্ন মামলার আসামী হয়ে আ'লীগ ও তার
অংগসংঠনের নেতা-কর্মীরা আত্নগোপনে, পলাতক । অথচ মামলার আসামীদের নিয়ে ব্যরিস্টার আবুল কালাম আজাদের এ ত্রাণের নামে ফটোসেশান এহেন কার্যক্রম আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার মতো অপরাধ।পরে ত্রাণ বিতরণে যাওয়া যুবদল ও ছাত্রদলের ব্যানার দেখে ওরা ত্রাণ
বিতরণ বন্ধ করে চলে যায়।আসামীরা কেন এবং কিভাবে ওপেন ঘুরাঘুরি করছে তা ফুলপুর থানার ওসিকে প্রশ্ন করেন সাংবাদিকদের মাধ্যমে। ত্রাণের নামে আওয়ামী লীগের নামধারী নেতার বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা সহ্য করা হবেনা বলেও সাংবাদিক সম্মেলনে জানান মোতাহার হোসেন
তালুকদার।অবিলম্বে পতিত সৈরাচার হাসিনার ফুলপুরের দোসরদের গ্রেফতার করা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদাত্ত আহবান জানান, নয়তো প্রয়োজনে মানব বন্ধন সহ আরও কঠোর কর্মসূচি নেয়া হবে বলে জানিয়েছেন মোতাহার হোসেন তালুকদার।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪