ময়মনসিংহের ফুলপুরে (২৬আগস্ট) সোমবার সকাল ১০ ঘটিকার সময় মোটর সাইকেল এক্সিডেন্টে ফারুক মিয়া(৩৫)নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে। নিহত ফারুক
মিয়া তারাকান্দা উপজেলার বাগুন্দা গ্রামের মতি মিয়ার ছেলে। সে বাংলালিংক সিম কোম্পানির আর এসও হিসাবে ফুলপুর থান এরিয়ায় কাজ করতেন। ঘটনাস্থল ও পরিবার সূত্রে জানা যায় প্রতিদিনের মতো ফারুক
মিয়া সোমবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যুগে তার কর্মস্থল ফুলপুরের দিকে যাচ্ছিল। এমন সময় হালুয়াঘাট ময়মনসিংহ মহাসড়কের ফুলপুর পিডিবি বিদ্যুৎ অফিস সংলগ্ন কড়াহা নামক স্থানে একটি
পিকআপ (মিনি ট্রাক) মেইন রাস্তায় ঘোরাচ্ছিল তখন মোটরসাইকেলটি গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ গাড়িটিতে মেরে দেয়। এতে গুরুতর আহত হয় ফারুক মিয়া পরে স্থানীয়রা ফারুক মিয়া সহ তার
সাথে থাকা আরেকজনকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফারুক মিয়ার অবস্থা গুরুতরও দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ
মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম। নির্বাহী সম্পাদক:মো: নাইমুল ইসলাম, বিজ্ঞাপন এবং নিউজ: [email protected] . www.dailysarabela.com । ঢাকা অফিস: বিসিআইসি ভবন ১১ তলা ৩০-৩১ দিলকুশা বানিজ্যিক এলাকা ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত। কিশোরগঞ্জ অফিস ৯৭, হয়বত নগর ,কিশোরগঞ্জ থেকে পরিচালিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত সারাবেলা ২০২৪